1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১৯ মে ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন

কলাপাড়ায় ভ্যাপসা গরমে দিশেহারা নিম্ন আয়ের মানুষ

  • আপডেট টাইম :: সোমবার, ২১ মার্চ, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় শহর থেকে গ্রামাঞ্চলে রাতে শীত, সকালে ঘন কুয়াশা, দিনে আবার ভ্যাপসা গরম। আবহাওয়ার এমন বিরুপ প্রভাবে অস্বস্তি নেমে এসেছে। তীব্র গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তবে আবহাওয়ার এই অবস্থা আরও এক সপ্তাহ বিরাজ করতে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি অরো ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি রোববার সকাল ৬টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ১৩৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি আরো ঘনীভূত হয়ে উত্তর/উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। তাই পায়রা বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে নিম্নচাপের প্রভাবে গত দুইদিন পর্যন্ত মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল জেলায় সর্বোচ্চ ৩৮.৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

সরেজমিনে দেখা যায়, গত তিনদিন ধরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে গরম। আর এ গরমে বেশি ভোগান্তি পোহাতে হয় রিক্সা চালক, অটো চালক ও ভ্যান চালকসহ দিনমজুরদের।

এছাড়া অসহনীয় এ গরমে ব্যবসায়ী থেকে শুরু করে সবার মাঝে লক্ষ্য করা গেছে বিরক্তির ছাপ। বাজারে আসা অনেক শ্রমজীবিকে লেুবর শরবতে তৃষ্ণা মেটাতে দেখা গেছে। তপ্ত রোদে মৌসুমী সবজী চাষিরা রয়েছেন দুঃশ্চিন্তায়। জেলার সকল হাসপাতাগুলোতে বেড়েছে জ্বর ও চর্ম জনিত রোগীর সংখ্যা। এদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি।
এদিকে সূর্যের প্রখর তাপে কুয়াকাটায় আগত পর্যটকরাও পড়েছেন বেকায়দায়। তারা বেশির ভাগ সময় পার করছেন হোটেলে।

নীলগঞ্জ ইউনিয়নের শ্রমজীবি মস্তফা ভূইয়া জানান, গত তিনদিন ধরে গরমে অতিষ্ট হয়ে গেছি। বদলা (দিন মজুর কাজ) দেয়া কষ্টকর হয়ে যাচ্ছে। তাই ঘরেই বসে আছি।

কলপাড়া পৌর শহরের রিক্সা চালক রবীন্দ্র সরকার জানান, রাতে বেশ শীত পরে, কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হয়। ভোরে কুয়াশা, দিনে আবার অসহনীয় গরম। তীব্র গরমে আজ রিক্সা নিয়ে নামতে নাই। গতকাল রিক্সা চালিয়ে কিছুটি অসুস্থ হয়ে গেছি।

লঞ্চঘাট এলাকার চা দোকানী পরান বাবু জানান, অসহ্য গরমে দোকানে বসে থাকা অনেকটা দায় হয়ে যাচ্ছে। তাই বাধ্য হয়ে খালি গায়েই বেচা কেনা করছি।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, পটুয়াখালীর উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থা আরও বেশ কয়েকদনি বিরাজ করতে পারে। তবে বৃষ্টি হলে তাপ মাত্রা কিছুটা কমতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!